আসলে সবার শিখার ধরন ভিন্ন তারপর ও এই নোট টি তার জন্য যে কিনা শুরু করার উপায় খুজে পাচ্ছে না এই সমস্যা বেশিরভাগ সবার ক্ষেত্রে হচ্ছে যে হ্যাকিং শিখতে চায় কিন্তু কিভাবে শুরু করবে তা খুজে পায় না। আচ্ছা আমি ব্যপারটা ক্লিয়ার করে দেই।শুরুতে বলার আগে হ্যাকিং এ প্রোগ্রামিং টা কিন্তু বড় ফেক্ট ।তাহলে কোনটা শিখবেন যদি ওয়েব এপ্লিকেশন এ সীমাবদ্ব থাকতে চান তাহলে আমার প্রেফার হচ্ছে PHP,PYTHON,।তো শিখা শুরু করে দেন চাইলে অনেক লেঙ্গুয়েজ শিখতে পারেন আমার মতামত আমি দিয়েছি এইবার যদি চান যে ওয়েবসাইট এর উপর হ্যাক্যার হবেন তাহলে আপনাকে আগে জানতে হবে ওয়েবসাইট এর পুর্নাংগ ধারনা। একটা ওয়েব এপ্লিকেশন কিভাবে চলে। সার্ভার কিভাবে পরিচালিত হয়। ওয়েবসাইট এর কার্যপ্রনালি না জেনে যদি হ্যাকার হতে চান জেনে রাখেন কখনই হতে পারবেন না।যেমন মেডিকেল এ না পড়ে ডাক্তারি করা যায় না তেমন ই ওয়েবসাইটকে না জেনে ওয়েবসাইট হ্যাক করা যায় না। যদিও শিখে যান পড়ে সময় মত আর আপনাকে সাইবার স্পেসে খুজে পাওয়া যাবে না। তারপর এর কাজ কি আপনি যখন জেনে যাবেন কিভাবে ওয়েবসাইট পরিচালিত হয় এর স্ক্রিপ্ট এর কাজ হোস্টিং এর খুটিনাটি তখন আপনি অর্ধেক কাজ শেষ করে ফেলবেন। তারপর এর কাজ হচ্ছে হ্যাকিং এর মেথড শিখা। এইটাই সবচেয়ে কঠিন কাজ। কারন সঠিক টেকনিক না জানার কারনে ধৈর্য এরকাছে পরাযিত হয়ে হাল ছেড়ে দেন।কিভাবে শিখবেন।প্রথমত আপনাকে জেনে নিতে হবে ওয়েবসাইট হ্যাক্ করার মেথড কি কি? যদিও ওয়েবসাইট এর উপর নির্ভর করে এর ভুলনেরাবেল এর উপর তারপর ও কিছু সহজ মেথড বলতে গেলে
1: SQL INJECTION
2: XSS
3: RFI
4: LFI
5.Hibernate Query Language Injection
6:Direct OS Code Injection
7:XML Entity Injection
8:Broken Authentication and Session Management
9: Insecure Direct Object References
10:Security Misconfiguration
11:Sensitive Data Exposure
12:Missing Function Level Access Control
13:Cross-Site Request Forgery (CSRF)
14:Using Components with Known Vulnerabilities
15:DNS CATCHE POISONING আরও অনেক মেথড আছে। মাথা ঘোলানোর প্রয়োজন নেই। যেই মেথড ই শিখবেন আগে ভালোভাবে প্রেক্টিকেল কম্পলিট করে তখন অন্য মেথড শিখবেন। কিন্তু শিখতে আপনাকে হবেই যদি হ্যাকার হতে চান।কিভাবে শিখবেন সহজে বলি গুগল করেন।কিভাবে করবেন খালি সার্চ দিবেন? না আগে
গুগল এর এডভান্স সার্চিং সিস্টেম শিখেন তারপর নিজেই বুঝে যাবেন কিভাবে সার্চ করলে কাংখিত উত্তর পাবেন। ভাই টেকনিক ছাড়া আপনি হ্যাকিং শিখতে পারবেন না যতই বুঝাই আমি।এরপর আসি শেল নিয়ে যত ভেজাল এর মুল সেই শেল। শেল আপলোড করে এই পারেন না সেই পারেন না কত প্রশ্ন। সহজ করে দেই।
টেকটিউনস এ আমি কয়েকটা ভালো টিউন পেয়েছিলাম শেল এর ব্যবহার এর উপর এখন আছে কিনা নাই খুজে দেখতে পারেন ভালোই লিখা আছে। মুলত কিভাবে শিখবেন। সহজে বলি তা হচ্ছে লোকালহোস্ট এ। আমি নিজেই লোকালহোস্ট থেকে শেল এর ব্যবহার শিখেছি। লোকালহোস্ট এ শেল রান করিয়ে খুটিনাটি শিখবেন।না পারলেও সমস্যা নাই আগামি পোস্ট বা নোট এ তুলে দিব।এইবার শেষ কথা বলি যতই পেন পেন করেছি সবার শিখার পদ্বতি ভিন্ন। যে যেইভাবে পারেন শিখবেন।কিন্তু মুল কথা ওয়েবসাইট এর উপর হ্যাকার হতে চাইলে ওয়েব এপ্লিকেশন এর সব আগে জানতে হবে।একটা মজার ব্যাপার কি যে ওয়েবসাইট হ্যাকিং থেকেও মজার কিছু হ্যাকিং মেথড আছে যেমন লাইফ হ্যাকিং,মাইন্ড হ্যাকিং আরও কত কি। তাই শুধু সাইট নিয়ে পড়ে থাকলে হবে না ।হ্যাকিং এর একটা পার্ট মাত্র ওয়েবসাইট যা আমার ভালো লাগে না ।আপনাদের লাগলে শিখতে পারেন
The post কিভাবে হ্যাকিং শিখা শুরু করবেন ? appeared first on B4ByB0y.
source http://b4byb0y.com/topic-of-hacking/3505/
Comments